সিলেটের গোয়াইনঘাট উপজেলায় খেলনা সদৃশ বস্তু নিয়ে খেলার সময় বিস্ফোরণে জুয়েল মিয়া নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল গ্রামের ময়না মিয়ার ছেলে।
জানা গেছে, গোয়াইনঘাটের জাফলং ভারত থেকে আনা এলসি পাথর ভাঙার কাজ করেন জুয়েলের বাবা ময়না মিয়া ও মা জ্যোৎস্না বেগম। কিছুদিন আগে সেখানে কাজের সময় খেলনা সদৃশ বস্তু পেয়ে কুড়িয়ে বাড়িতে এনে ছেলেকে খেলতে দেন জ্যোৎস্না।
শনিবার সন্ধ্যায় খেলার সময় জুয়েল বস্তুটির তারে মোবাইলের একটি ব্যাটারি সংযোগ করার চেষ্টা করছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ হলে জুয়েল মুখে গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়। এ সময় তার বাবা-মা ও প্রতিবেশীরা এসে তাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম।
তিনি বলেন, আমরা ধারণা করছি ওই যে এলসি পাথর আসে সেগুলো ভাঙার জন্য পাথরের সঙ্গে এ ধরনের (বিস্ফোরক জাতীয়) ছোট কিছু আসে। যেগুলো পাথর ভাঙার কাছে ব্যবহৃত হয়। হয়তো ওটা হাতে পেয়ে দাঁত দিয়ে কামড় দেওয়ায় তা বিস্ফোরিত হয়েছে। ব্যাটারি লাগাতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘ব্যাটারিও আছে। ব্যাটারির নেগেটিভ-পজিটিভ মিলে গিয়ে এ ধরনের কিছু ঘটতে পারে।