মিশরে বিশ্ব কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন অন্ধ হাফেজ তানভীর হোসাইন।
সোমবার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমে অনুষ্ঠিত প্রতিযোগিতার মাধ্যমে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন তানভীর।
২০১৬ সালে ইরানে ৩৩তম তেহরান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ‘অন্ধ হাফেজ’ ক্যাটাগরিতে বাংলাদেশের অন্ধ হাফেজ তানভীর হোসাইন ৪র্থ স্থান লাভ করেন। ‘এক গ্রন্থ, এক উম্মাহ’ শিরোনামের এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অন্ধ হাফেজদের আলাদা একটি গ্রুপ রাখা হয়। প্রতিযোগিতায় ৭৫টি দেশের ১৩০ জন ক্বারি ও হাফেজ প্রতিনিধি অংশ নেন। ইরানের আওকাফ ও জনকল্যাণ মন্ত্রণালয় এ প্রতিযোগিতার আয়োজন করে।
এর আগে জন্মান্ধ তানভীর ২০১২ সালে সৌদি আরবে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় ৭৩ দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। হাফেজ তানভীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা যাত্রাবাড়ীর ছাত্র।