বুধবার বিকেলে বাহার মার্কেটে এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানে সহযোগিতা করে বিএসটিআই।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, অভিযান চালিয়ে কাজী স্টোরকে ৮০ হাজার, বশর ট্রেডিংকে ৩০ হাজার ও ইমারত ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকান তিনটি থেকে লক্ষাধিক টাকার অবৈধ মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে শ্যাম্পু, সাবান, বেবি লোশন ও শিশুখাদ্য রয়েছে। এসব পণ্যের গায়ে ছিল না উৎপাদনকারীর নাম, মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ। বাংলাদেশে নিষিদ্ধ এমন কিছু পাকিস্তানি সাবানও উদ্ধার করা হয়েছে। এসবের বেশিরভাগই শুল্ক ফাঁকি দিয়ে দেশে নিয়ে আসা হয়েছে।