ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কে ধ্বংসস্তূপ থেকে আরো একজনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। এছাড়া ৯টি লাশও উদ্ধার করেছেন তারা।
রোববার রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে তুরস্কের উদ্দেশে রওনা দেয়। তারা ৯ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে আদানা মিলিটারি এয়ার বেইজ-এ পৌঁছায়। সেখান থেকে আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে তারা।