আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে অনেক বড় আর্থিক ক্ষতি হবে বলে শঙ্কা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। এ ছাড়া সম্প্রচার স্বত্ব কিনতে চাওয়া চ্যানেলগুলোরও কড়া বার্তা শুনতে হতে পারে বলে জানিয়েছে এসিসি।
২০২৩ এশিয়া কাপ পাকিস্তানে নির্ধারণ হওয়ার পর থেকেই আপত্তি জানিয়ে আসছিল ভারত। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই দুই দেশের বোর্ড কর্তাদের মধ্যে চলছে জবাব পাল্টা জবাবের লড়াই। তাদের এই লড়াইয়ে ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছে এসিসি।
ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে আগেই জানিয়েছিলেন পাকিস্তানেই যদি এশিয়া কাপ অনুষ্ঠিত হয়, তাহলে সেখানে ভারতীয় দল অংশগ্রহণ করবে না। পাকিস্তানের পরিবর্তে আরব আমিরাতে খেলা আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন এ কর্মকর্তা।
তবে তার এই প্রস্তাব কোনোভাবেই মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। এসিসির এক্সিকিউটিভ বোর্ডের বৈঠকে এ কথা জানান তিনি।
এদিকে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের কমপক্ষে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা আছে। যদি এ খেলাগুলো না হয় তাহলে আর্থিকভাবে অনেক বড় ক্ষতির মুখে পড়বে বলে জানিয়েছে এসিসি। এ ছাড়া ম্যাচগুলো না হলে স্বত্ব কিনতে চাওয়া চ্যানেলগুলোও তাদের ক্ষতির দায়ভার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ঘাড়ে চাপিয়ে দিতে পারে বলে মনে করছেন তারা।
পরিকল্পনা অনুয়ায়ী আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা এশিয়া কাপ। তবে এখনো মিডিয়া স্বত্ব কারা পাচ্ছেন, তা নির্ধারণ হয়নি।