কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরের দক্ষিণ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে, বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
পোড়াদহ জিআরপি থানার ওসি এনামুল হক জানান, রাতে সীমান্ত এক্সপ্রেস বা অন্য কোনো ট্রেনে কাটা পড়ে ঐ ব্যক্তি নিহত হয়েছেন। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।