কানাডা সরকারি ডিভাইসে ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করছে। আগামী মঙ্গলবার থেকে সব ধরনের সরকারি ডিভাইসে এ অ্যাপটি বন্ধ থাকবে।
অ্যাপটি ‘গোপনীয়তা ও সুরক্ষার ক্ষেত্রে অগ্রহণযোগ্য স্তরের ঝুঁকি তৈরি করছে’ কানাডার প্রধান তথ্য কর্মকর্তার এমন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নিল দেশটির কর্তৃপক্ষ। কানাডার একজন সরকারি মুখপাত্র বিবৃতিতে এ কথা বলেছেন।
এদিকে, টিকটকের একজন মুখপাত্র বলেছেন, কানাডা সরকারের এমন সিদ্ধান্তে হতাশ সংস্থাটি।
ইউরোপীয় কমিশন একই ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করার কয়েকদিন পর এ সিদ্ধান্ত নিল কানাডা।