মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে নামাজ পড়েন প্রধান উপদেষ্টা, বিকালে শুভেচ্ছা বিনিময় জাতীয় মসজিদে ঈদের জামাতে মুসল্লিদের ঢল চব্বিশের শহিদ ও আহত পরিবারকে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা আমিনুল হক ঠাকুরগাঁওয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শ্যালকের মেয়েকে ধর্ষণের অভিযোগে ফুপা গ্রেফতার । ঠাকুরগাঁওয়ে এসএসসি-২০০০ কিংবদন্তী বন্ধুবৃত্ত’র ঈদ উপহার চাল বিতরণ । মোহাম্মদপুরে গরীব ও অসহায় মানুষের মাঝে শ্রমিকদলের ঈদ সামগ্রী বিতরণ জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে- আমিনুল হক ঠাকুরগাঁওয়ে শতাধিক পরিবারের মাঝে ৫ টাকায় ব্যাগভর্তি ঈদ বাজার । এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার ঈদের আগে বেতন পাননি নারী ফুটবলার ও রেফারিরা

বরগুনায় ১২ লাখ মানুষের চিকিৎসাভার ১৩ চিকিৎসকের কাঁধে

  • আপডেট টাইম : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১১৭ বার পঠিত

বরগুনায় ১২ লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা বরগুনা সদর হাসপাতাল। কিন্তু এ হাসপাতালে চিকিৎসকের ৫৫টি পদের ৪২টিই ফাঁকা। মাত্র ১৩ জন চিকিৎসকের কাঁধে জেলার বিপুল সংখ্যক মানুষের চিকিৎসার দায়িত্ব। বছরের পর বছর চিকিৎসকের এমন তীব্র সংকটের ফলে চিকিৎসাসেবা পেতে হিমশিম খেতে হচ্ছে সেবাপ্রত্যাশীদের।

বরগুনা সদর হাসপাতালের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, ১০০ শয্যার হাসপাতালে গড়ে প্রতিদিন রোগী ভর্তি থাকেন ১৮১ জন। এ ছাড়া বহির্বিভাগে গড়ে প্রতিদিন চিকিৎসা নেন ৬৭২ জন রোগী। অন্যদিকে জরুরি বিভাগে প্রতিদিন গড়ে চিকিৎসা নেন ৪৮ জন। সব মিলিয়ে বরগুনা সদর হাসপাতালে গড়ে প্রতিদিন চিকিৎসাসেবা নেন ৯০১ জন রোগী।

এদিকে ভোগান্তিতে থাকা সেবাপ্রত্যাশীদের অভিযোগের অন্ত নেই যেন।

মেহরাব উদ্দিন নামে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন বলেন, ‘আমার মামাকে হাসপাতালে ভর্তি করেছি প্রায় ১৫ ঘণ্টা পার হয়েছে। এখনও কোনো চিকিৎসকের দেখা পাইনি। কখন চিকিৎসক আসবেন, তা-ও কেউ বলতে পারছেন না। মামা শারীরিক অবস্থা ভালো না। তাকে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত চিকিৎসা দেয়া প্রয়োজন।’

সালমা নামে হাসপাতালে ভর্তি এক শিশু রোগীর মা বলেন, ‘আমার সাত বছরের মেয়ে তিন দিন ধরে অসুস্থ। গতকাল দুপুরে জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শে ওকে হাসপাতালে ভর্তি করেছি। এরপর প্রায় এক দিন পার হতে চলল। কিন্তু চিকিৎসকের কোনো দেখা নেই। এদিকে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এতে আমরা চিন্তিত হয়ে পড়েছি। মেয়েকে বরিশাল নিয়ে যাওয়ার খরচও আমাদের নেই।’

এ বিষয়ে বরগুনা জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি আলহাজ আবদুর রব ফকির বলেন, ‘বরগুনা সদর হাসপাতালকে একটি চিকিৎসাবান্ধব হাসপাতাল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি। কিন্তু আমাদের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এই হাসপাতালটি স্থানীয়দের উপকারে আসার পরিবর্তে এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা নিরুপায়। রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্তরিক হস্তক্ষেপ ছাড়া আর কোনো উপায় দেখছি না।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগ, বহির্বিভাগ, আন্তঃবিভাগসহ চিকিৎসাসেবা প্রদান সংক্রান্ত সব বিভাগেই সার্বক্ষণিক দায়িত্ব পালন করার কথা মেডিকেল অফিসারদের। কিন্তু বরগুনা সদর হাসপাতালে ২৯ জন মেডিকেল অফিসারের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র আটজন।

চিকিৎসক সংকটের ফলে বিপুল পরিমাণ রোগীর চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে খোদ চিকিৎসকদের। সংকটের কথা নিয়মিত স্বাস্থ্য অধিদফতরকে জানানো হলেও কাঙ্ক্ষিত চিকিৎসক পদায়ন হচ্ছে না বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।

এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুব্রত ভৌমিক বলেন, ‘জরুরি বিভাগ, আন্তঃবিভাগ এবং বহির্বিভাগে রোগীদের চাপে আমরা নাজেহাল হয়ে পড়েছি। বিপুল পরিমাণ রোগীর সেবা নিশ্চিত করতে বরাবরই বেগ পেতে হচ্ছে আমাদের। এ ছাড়া ময়নাতদন্ত করতে হচ্ছে, আদালতে সাক্ষ্য দিতে হচ্ছে। সব মিলিয়ে চিকিৎসকদের নাভিশ্বাস অবস্থা।’

এ বিষয়ে বরগুনা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকাহ বলেন, ‘হাসপাতালের চিকিৎসক সংকটের কথা নিয়মিত স্বাস্থ্য অধিদফতরকে জানানো হলেও কাঙ্ক্ষিত চিকিৎসক পদায়ন হচ্ছে না। এ ছাড়া যাদের পদায়ন করা হচ্ছে তাদের মধ্যে অনেকেই আবার হাসপাতালে যোগদান করছেন না। ফলে হাসপাতালে চিকিৎসক সংকট দূর হচ্ছে না। আর চিকিৎসক সংকটের কারণেই কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা দিতে ব্যর্থ হচ্ছি আমরা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com