পবিত্র কাবা শরীফের গিলাফ পরিষ্কার ও সুগন্ধিযুক্ত করার কাজ সম্পন্ন হয়েছে। হারামাইন প্রশাসন ও হারামাইন পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ডক্টর আব্দুর রহমান আস সুদাইস এই কাজের নেতৃত্ব দিয়েছেন।
সোমবার (৯ এপ্রিল) তার নেতৃত্বে রমজানের শেষ দশককে সামনে রেখে কাবার গিলাফ পরিষ্কার, নিয়মিত মেরামত ও সুগন্ধিযুক্ত করার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
শায়খ সুদাইস এএসপিকে বলেন, সারাবিশ্বের মুসলমানদের হৃদয়ে কাবার প্রতি মর্যাদা ও ভালোবাসা রয়েছে। এ কারণেই বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কাবার প্রতি সব সময় অসাধারণ আগ্রহ দেখিয়ে থাকেন।
তিনি বলেন, ‘সৌদি কর্তৃপক্ষ কাবার সৌন্দর্যকে বৃদ্ধির জন্য জনশক্তি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করছে’।
প্রসঙ্গত, হারামাইন শরীফাইন প্রশাসন কাবাকে সুগন্ধিযুক্ত করার জন্য উচ্চমানের পারফিউম ব্যবহার করে থাকেন। কাবার গিলাফ তৈরিতে সবচেয়ে ভালোমানের রেশমের কাপড় ব্যবহার করা হয়।
সূত্র : আল-আরাবিয়া