জাকাতের নিয়্যতে ঋণ মাফ করে দিলে জাকাত আদায় হবে না। জাকাত আদায় হওয়ার জন্য তামলীক তথা অন্যকে খালেছ ভাবে জাকাতের মালের মালিক বানিয়ে দেওয়া শর্ত।
আর জাকাতের নিয়্যতে ঋণ মাফ করে দিলে গরীবকে জাকাতের টাকার মালিক বানানো হচ্ছে না । তাই এ পদ্ধতিতে জাকাত আদায় হবে না।
তবে এরূপ ক্ষেত্রে জাকাত আদায়ের সঠিক পন্থা হলো, ঋণ দাতা প্রথমে নিজের পক্ষ থেকে গরীব ঋণ গ্রহীতাকে নিঃশর্তভাবে জাকাতের টাকার মালিক বানিয়ে দেবে। তারপর তার থেকে পাওনা ঋণের টাকা উসূল কবে নেবে, এতে জাকাত আদায় হয়ে যাবে এবং ঋণও উসূল হয়ে যাবে। (আদদুররুল মুখতার ২:২৭০, ফাতাওয়া আলমগীরী ১:১৭১, রহীমিয়া ২:১২)