দখলদার ইসরায়েলের ইহুদি উপশহরে চার শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামি প্রতিরোধ যোদ্ধারা।
অবরুদ্ধ গাজায় টানা দু’দিন ধরে ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায় বুধবার এ হামলা চালানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে তাতে নারী ও শিশুসহ অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত ও ২০ জনের বেশি আহ্ত হয়েছেন।
এর প্রতিবাদে ইহুদিবাদীদের উপশহর সিদরুত ও আসকালানসহ বিভিন্ন এলাকায় চার শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনি সংগ্রামীরা। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই সিদরুতসহ কয়েকটি উপশহরে সাইরেনের শব্দ শোনা যায়।
এদিকে, গাজায় বুধবারও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত ছিল। বুধবারের হামলায় গাজার খান ইউনুসে অন্তত এক ফিলিস্তিনি নিহত ও আরো একজন আহত হয়েছেন।
এছাড়া পশ্চিমতীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে গত দুই দিনে ইসরায়েলি হামলায় মোট ২১ জন ফিলিস্তিনি প্রাণ হারালেন।
এদিকে গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে একাধিক রকেট হামলা চালানো হয়েছে বলেও আল-জাজিরার খবরে বলা হয়েছে।
অন্যদিকে, ইসরায়েলি বাহিনী আল কুদুস ব্রিগেডের ক্যাম্পসহ গাজার বিভিন্ন স্থাপনায় হামলা করেছে।
আল কুদুস ব্রিগেড হলো ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা। মঙ্গলবারও ইসলামিক জিহাদের শীর্ষ তিন নেতার বাসস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ওই তিন নেতাই নিহত হন।