ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কানাডা। দাবানলের কারণে ব্যাপক বায়ুদূষণের কবলে পড়েছে দেশটির বিভিন্ন প্রদেশ। শুধু কানাডা নয় দূষণের শিকার হচ্ছে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যও। স্বাস্থ্য সতর্কতা জারি করেছে নিউইয়র্ক ও কানেকটিকাট প্রশাসন।
সিএনএন ও ব্লুমবার্গসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
বিগত কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা। নিয়ন্ত্রণে চলছে প্রাণপণ চেষ্টা। তবুও কিছুতেই বাগে আনা যাচ্ছে না ভয়াল সে আগুন। দেশটির কুইবেক প্রদেশে দেড় শতাধিক স্থানে এখনও জ্বলছে আগুন। পাশাপাশি দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে টরেন্টো, অন্টারিও ও কুইবেকের বিভিন্ন এলাকা।
এরই মধ্যে দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া চলে গেছে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রেও। এমনকি দাবানলের এই ধোঁয়া ছড়িয়ে পড়েছে নিউইয়র্ক সিটি এবং কানেকটিকাটেও। সেখানকার বাতাসকে অস্বাস্থ্যকর বলে জানিয়েছেন পরিবেশবিদরা।
মঙ্গলবার (৬ জুন) সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের সাবধানে থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সতর্কতা রয়েছে বোস্টন, ওয়াশিংটন ডিসি, পেনসিলভানিয়াতেও। শুধু তাই নয় বায়ু দূষণের কারণে দেশটির স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টির ধূসর ছবিও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
এ পরিস্থিতিতে স্থানীয়দের ঘরের বাইরে শরীরচর্চা না করার পাশাপাশি যতটা সম্ভব ধোঁয়ার সংস্পর্শে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে এ ধরনের দূষিত বায়ু তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।