আরব সাগরে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘বিপর্যয়’। ঘূর্ণিঝড়টি ৬ ঘণ্টার মধ্যে অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে ১৫ জুন বিকেলের দিকে পাকিস্তান এবং তৎসংলগ্ন ভারতের সৌরাষ্ট্র ও কুচ উপকূল অতিক্রম শুরুর সম্ভাবনা রয়েছে।
রোববার ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী পাঁচদিন ভারতের গুজরাটে বজ্রঝোড় হতে পারে। বিশেষ করে ভারতের সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলে বাতাসের গতি বেশি থাকবে।
এ অবস্থায় মৎস্যজীবীদের গুজরাট, কেরালা, কর্ণাটক এবং লক্ষদ্বীপের উপকূলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে ঘূর্ণিঝড়টি নিয়ে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর এখনো কোনো পূর্বাভাস দেয়নি।