মানিকগঞ্জের সিংগাইরে চোরাই ইজিবাইকসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আজাহার ইসলাম ঢাকার আশুলিয়ার ভাদাইল গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম। এর আগে সোমবার রাতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি এলাকার আলমমারা ব্রিজের ওপর চেকপোস্টে ডিউটিকালীন সন্দেহজনক একটি ইজিবাইককে সিগন্যাল দিলে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আজাহার উত্তর চারিগ্রাম এলাকার খোরশেদের অটোগ্যারেজের শাটারের তালা কেটে ইজিবাইকটিকে চুরি করেছে। তাকে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।