বর্ষা শুরু হতে না হতেই পিরোজপুরে বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা । গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন নয়জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৫ জন ।
সরেজমিন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায় চিকিৎসা নিতে আসছেন রোগীরা। অনেক জ্বরে আক্রান্ত রোগী ভুগছেন ডেঙ্গু আতঙ্কে। অধিকাংশ রোগীই ঈদুল আজহায় ঢাকা ও চট্টগ্রাম থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক আরিফ হাসান বলেন, সাধারণ মানুষ ডেঙ্গু সম্পকে সচেতন না থাকায় দেখা দিয়েছে এর প্রাদুর্ভাব।
হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি থাকায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে। তবে আক্রান্ত রোগীদের সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান এ চিকিৎসক।