বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বাংলাদেশকে ১৫৫ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৮০ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৫ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করেছে সফরকারী দল। দলটি হয়ে অর্ধশত হাঁকিয়েছেন মোহাম্মদ নবী।

৩২ রানে তিন আফগান ব্যাটারকে সাজঘরে পাঠান বোলাররা। রহমানউল্লাহ গুরবাজ ১৬ রান করেন, আর হজরতউল্লাহ জাজাই ও ইব্রাহিম জাদরান দুজনই করেছেন ৮। এর পর করিম জানাতকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মোহাম্মদ নবী। কিন্তু ৫২ রানে বিদায় নেন ৯ বলে ৩ রান করা জানাত।

পঞ্চম উইকেটে ৩৫ রান যোগ করেন নবী ও নাজিবুল্লাহ জাদরান। ২৩ বলে ২৩ রান করে নাজিবুল্লাহ আউট হলে ভাঙ্গে এই জুটি।
৮৭ রানে ৫ উইকেট হারানোর পর পাল্টা আক্রমণ করেন নবী ও আজমতউল্লাহ ওমরজাই। ষষ্ট উইকেটে ৫৬ রান আনেন তারা।

আজমতউল্লাহ সাজঘরে ফেরেন ১৮ বলে ৩৩ রানে বিধ্বংসী ইনিংস খেলে। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা। শেষ ওভারে রশিদ খান আউট হন ৩ রান করে। তবে ৪০ বলে ৫৪ রানের নান্দনিক ইনিংস খেলে অপরাজিত থাকেন নবী। তার ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছক্কা।

বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ২টি উইকেট পেয়েছেন। এছাড়া নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজের শিকার একটি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com