নিজস্ব প্রতিবেদক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া বলেন আমরা সংবিধান মেনে চলি। তার কারণ হচ্ছে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই সংবিধান উপহার দিয়েছিলেন। সংবিধান অনুযায়ী আগাদী দ্বাদশ নির্বাচন হবে। জাতীয় পার্টি সেই নির্বাচনে অংশ নিবে ।
২৬ জুলাই বুধবার (২৬ জুলাই) উত্তরায় একটি পার্টি সেন্টারে উত্তরার বিভিন্ন সেক্টর ও ওয়ার্ডের সুশীল সমাজের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে দয়াল কুমার বড়ুয়া ঢাকা-১৮ আসন ঘিরে দয়াল বড়ুয়া তাঁর নানা পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, আমি মনে করি এখানে স্থানীয় প্রতিনিধিদের সাথে তাদের জনপ্রতিনিধির একটি যোগাযোগের দূরত্ব রয়েছে। সাধারণ মানুষের নিত্যদিনের যে সমস্যাগুলো সহজেই সমাধানযোগ্য নিয়মিত মতবিনিময় না থাকায় মানুষ তার সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রত্যেক মাসে ২টি বা কমপক্ষে ১টি ‘জনতার মুখোমুখি’ বা ‘গণমানুষের জন্য’ শীর্ষক ওয়ার্ড ভিত্তিক সাধারণ মানুষ ও স্থানীয় প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য এবং এর মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানে এলাকাবাসীর অভিমত গ্রহণ করে পদক্ষেপ নিয়ে এই অঞ্চলের সকল সমস্যা সমাধানে কাজ করব।
তিনি বলেন, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগসহ যেসকল এলাকা অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এসকল এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণের মাধ্যমে সুগভীর ড্রেনেজ ব্যবস্থা করা হবে এবং ব্যবহার অনুপযোগী স্থানীয় সড়কগুলোকে দ্রুত সংস্কারেরও উদ্যোগ নেয়া হবে। বিশেষ করে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে সিটি কর্পোরেশন এর সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা। পাশাপাশি ক্রমবর্ধমান অপরিকল্পিত নগরায়ণ ঠেকাতে বিশেষজ্ঞ কমিটি ও রাজউকের সাথে সমন্বিত প্রচেষ্টার কথাও জানান তিনি।
এসময় দয়াল বড়ুয়া বলেন, আমি যদি এই অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের সামনে ওয়াদাবদ্ধ হলাম যে, আমি আমার বলা কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করব। এছাড়াও আমি যদি নির্বাচিত না-ও হয় তবুও আমি আমার সামর্থ্যরে সবটুকু দিয়ে এসকল সমস্যা সমাধানে উদ্যোগ নিবো।