জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের নেতাকর্মীরা গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর পৌনে ১২টায় নয়াপল্টনে তারা এ বিক্ষোভ করেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অংশ নেন। এ ছাড়াও অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সহ-সভাপতি নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন প্রমূখ উপস্থিত ছিলেন।
মিছিলে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
উল্লেখ্য, ৩০ জুন বিকেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা দেন। গড়ে সব খাতে ৩২ দশমিক ৮ শতাংশ দাম বাড়ানো হয়েছে। ১ জুলাই থেকে এ দাম কার্যকর হয়েছে।