এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলংকা। রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
কলম্বোতে গত কয়েকদিন থেকেই বৃষ্টি হচ্ছে থেমে থেমে। সুপার ফোরের ম্যাচগুলো বিভিন্ন সময় বৃষ্টির কারণে বন্ধ ছিল। ভারত-পাকিস্তান ম্যাচ গড়াল রিজার্ভ-ডে’তেও। ফাইনাল ম্যাচের দিনও আকাশ মেঘলা ধরনের থাকবে। ওভার কমিয়ে খেলার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। একেবারে খেলার পরিস্থিতি না থাকলে, পরদিন রিজার্ভ-ডে’তে গড়াবে ফাইনাল ম্যাচ।
পিচের প্রসঙ্গ আনলে বলতে হয়, একই মাঠে গত ৯ দিন থেকে ফাইনাল দিয়ে ৬ষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্যান্ডির পাল্লেকেলেতে সুপার ফোরের ম্যাচগুলো হওয়ার কথা থাকলেও, আবহাওয়ার কারণে কলম্বোতে আনা হয়।
পিচ স্বাভাবিকভাবেই কিছুটা ‘স্লো’ থাকবে। বল টার্ন করবে, স্পিনাররা সুবিধা পাবে। পাশাপাশি ব্যাটারদের জন্যেও একেবারে মন্দ কিছু হবেনা আর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ।