রাজধানীর বিমানবন্দর এলাকার একটি নির্মাণাধীন ভবনে নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহাগ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সোহাগের সহকর্মী জামাল মিয়া জানান, সোহাগ রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। সোমবার রাতে বিমানবন্দরের পাশে একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এ সময় একটি গ্র্যান্ডিং মেশিনের বিদ্যুতের তারে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে সোহাগকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ঐ শ্রমিকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।