ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এনআইডি কার্ড করতে এসে ৫ রোহিঙ্গা আটক হয়েছেন। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।
জানা যায়, অপরিচিত কিছু লোক ফুলপুর নির্বাচন অফিসের আশেপাশে ঘুরাফেরা করতে থাকে। পরে জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর বিকেল সোয়া ৪টার দিকে পুলিশ ফুলপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে আব্দুর রহমান, এনামুল্লাহ, মজিবর, হাবিবুর রহমান ও নূর কামালকে আটক করে।
আটক আব্দুর রহমান কক্সবাজারের উখিয়া টেকখালী ক্যাম্পের কলিমুল্লাহ ও আমেনা দম্পতির ছেলে। মজিবর একই এলাকার হাজী সৈয়দ আলী ও খোদেজা বেগমের ছেলে। এনামুল্লাহ কুতুপালং ক্যাম্প-১২ -এর আমানুল্লাহ ও শাহজানের ছেলে। হাবিবুর রহমান টেকনাফের সাবগান এলাকার আবুল কালাম ও ইয়ামীনের ছেলে আর নুর কামাল টেকনাফের জাড়িমুড়া ক্যাম্প-২৭ -এর নুর মোহাম্মদ ও হাজেরা বেগমের ছেলে।
ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, তাদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন। থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।