বিশ্বকাপে অংশ নিতে এরই মধ্যে ভারতে পা রেখেছে বাংলাদেশ দল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে রাখা হয়নি দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে।
ওয়ানডে সুপার লিগে শীর্ষ তিনে বাংলাদেশ দল যেই তামিমের নেতৃত্বে স্থান করে নিয়েছিল সেই তামিমকে ছাড়াই বিশ্বকাপ মিশনে যায় টাইগাররা। যা নিয়ে তোলপাড় ক্রিকেট পাড়ায়।
এসব বিষয় নিয়ে তামিম বুধবার বিকেলে এক ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেন। যেখানে তিনি বলেছনে, তাকে মিডল অর্ডারে খেলার প্রস্তাব দেওয়ার কারণেই তিনি বিশ্বকাপে খেলতে চাননি।
তামিমের এমন মন্তব্যকে এবার ছেলেমানুষি বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। দেশের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘রোহিত শর্মা ৭ থেকে ওপেনিংয়ে এসে ১০ হাজার রান করে ফেলছে। তো আপনি ওপেনিং থেকে তিনে বা চারে খেললে সমস্যা কী? এটা আসলে বাচ্চা মানুষি। যে আমার ব্যাট, আমিই খেলবো।’