কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নুরুল ইসলাম-নুরজাহান হিউম্যানিটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র ১৮ জন চলন শক্তিহীন নারী পুরুষ ও শিশুর মধ্যে উপহার হিসেবে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হোসেন্দী পরিষদ মিলনায়তনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। নুরুল ইসলাম-নুরজাহান হিউম্যানিটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় নারী-পুরুষদের মধ্যে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
হোসেন্দী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হাদিউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় নারী-পুরুষদের হাতে হুইল চেয়ার তুলে দেন, নুরুল ইসলাম-নুরজাহান হিউম্যানিটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আহমেদ ফারুক খোকন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আহমেদ ফারুক খোকন বলেন, আমার প্রয়াত বাবা-মার স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যেই এ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে সমাজের অসহায়, দরিদ্র মানুষের কল্যাণে কাজ করা হবে। এরই অংশ হিসেবে হোসেন্দী এলাকার ১৮জন অসহায় মানুষকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ফাউন্ডেশনের সমাজসেবা মূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।