মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বিশ্বকাপে ৯ বলেই ৪০ রান!

  • আপডেট টাইম : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৬৬ বার পঠিত
Australia's Glenn Maxwell plays a shot during the 2023 ICC Men's Cricket World Cup one-day international (ODI) match between Australia and Netherlands at the Arun Jaitley Stadium in New Delhi on October 25, 2023. (Photo by Arun SANKAR / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE -- (Photo by ARUN SANKAR/AFP via Getty Images)

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। যেখানে ব্যাট হাতে রীতিমতো ঝড়ই তুলেছিলেন অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল।

বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ডাচ বোলারদের তুলোধুনো করে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন ম্যাক্সওয়েল। এদিন ৬ নম্বরে ব্যাট করতে নেমে ২৬ বলে অর্ধ শতক করেন তিনি। এরপর ৩১ বলে ৬১ রানে পৌঁছে যান এ ডানহাতি ব্যাটার।

এরপরের নয় বলে রীতিমত ঝড় তোলেন ম্যাক্সওয়েল। এমন ঝড় ডাচদের রীতিমতো উড়িয়ে নিয়ে গিয়েছে। সম্ভাবনাময় ম্যাচটা ছিটকে গিয়েছে পরের ৯ বলে। গুডলেন্থ, ফুল লেন্থ, অন দ্য স্লট, ওয়াইড ইয়র্কার কিংবা ফুলটস কোনো বলই রেহাই পায়নি অজি তারকার তাণ্ডব থেকে।

বাস ডি লিডের এক ওভারেই ম্যাক্সওয়েল নিয়েছেন ২৭ রান। ৩১ বলে ৬১ রানের পর থেকে ম্যাক্সওয়েলের রান ছিল এমন, ‘৬, ১, ৬, ১, ৪, ৪, ৬, ৬, ৬’। এই নয় বলের ৫ বলেই ছিল ছয়ের মার।

শেষ পর্যন্ত অবশ্য ম্যাক্সওয়েল ইনিংস থেমেছে ৪৪ বলেই। ১০৬ রান করে বাউন্ডারি লাইনেই ক্যাচ দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com