ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। যেখানে ব্যাট হাতে রীতিমতো ঝড়ই তুলেছিলেন অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল।
বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ডাচ বোলারদের তুলোধুনো করে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন ম্যাক্সওয়েল। এদিন ৬ নম্বরে ব্যাট করতে নেমে ২৬ বলে অর্ধ শতক করেন তিনি। এরপর ৩১ বলে ৬১ রানে পৌঁছে যান এ ডানহাতি ব্যাটার।
এরপরের নয় বলে রীতিমত ঝড় তোলেন ম্যাক্সওয়েল। এমন ঝড় ডাচদের রীতিমতো উড়িয়ে নিয়ে গিয়েছে। সম্ভাবনাময় ম্যাচটা ছিটকে গিয়েছে পরের ৯ বলে। গুডলেন্থ, ফুল লেন্থ, অন দ্য স্লট, ওয়াইড ইয়র্কার কিংবা ফুলটস কোনো বলই রেহাই পায়নি অজি তারকার তাণ্ডব থেকে।
বাস ডি লিডের এক ওভারেই ম্যাক্সওয়েল নিয়েছেন ২৭ রান। ৩১ বলে ৬১ রানের পর থেকে ম্যাক্সওয়েলের রান ছিল এমন, ‘৬, ১, ৬, ১, ৪, ৪, ৬, ৬, ৬’। এই নয় বলের ৫ বলেই ছিল ছয়ের মার।
শেষ পর্যন্ত অবশ্য ম্যাক্সওয়েল ইনিংস থেমেছে ৪৪ বলেই। ১০৬ রান করে বাউন্ডারি লাইনেই ক্যাচ দিয়েছেন তিনি।