বাংলাদেশ দলে কেনো তামিম ইকবাল নেই? প্রশ্ন সৌরভ গাঙ্গুলির। সাকিবদের এখনো ‘ডেভেলপিং নেশন’ বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক। বিশ্ব আসরে ভালো করতে বাংলাদেশের আরও সময় লাগবে বলেও জানান প্রিন্স অব ক্যালকাটা। তার মতে, এবারের বিশ্বকাপে ভারতকে চ্যালেঞ্জ জানাবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
চলতি বিশ্বকাপে ইডেনে প্রথম ম্যাচ। সেটাও বাংলাদেশের। সেখানে হাজির হয়েছিলেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বরাবরই বাংলাদেশের ক্রিকেটের শুভাকাঙ্ক্ষী প্রিন্স অব ক্যালকাটা। চলমান বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করতেই জানালেন, সময় লাগবে আরও।
ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশ ভালো দল। আর বাংলাদেশ ডেভেলপিং নেশন তো, ভালো করতে সময় লাগবে।’
বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরমেন্সের পর অনেকেই এর জন্য দায়ী করছেন সাকিব-তামিম দ্বন্দ্বকে। তামিমকে ছাড়া বিশ্বকাপ খেলতে এসে তার ফলটাও হাড়ে হাড়ে টের পেয়েছে পুরো দল। সৌরভও কিছুটা অবাক তামিম না থাকায়।
গাঙ্গুলি বলেন, ‘একটা খেলোয়াড়ের ওপর তো সবকিছু নির্ভর করে না, তবে সে ভালো খেলোয়াড়। আমি জানি না ও (তামিম) কেন টিমে নেই।’
এবারের বিশ্বকাপে ভারত ক্রিকেট দল উড়ছে। অনেকেই বলছে ২০১১ বিশ্বকাপের পুনরাবৃত্তি করে এবারও ট্রফি ঘরেই রেখে দেবে টিম ইন্ডিয়া । যদিও এখনই দূরের কথা ভাবছেন না এই কিংবদন্তি। জানালেন ভারত দলের স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে কোন দলগুলো।
গাঙ্গুলি বলেন, ‘ভারত খুবই ভালো দল এবার। তবে ভারতের সব থেকে বড় দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ওরা খুব ভালো ক্রিকেট খেলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাও খুব ভালো ছন্দে আছে।’