একেই বলে রোমাঞ্চ। দল যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন গোল করে দক্ষতার পরিচয় দিলেন কিলিয়ান এমবাপ্পে। আর কিছুটা বাধা পেলেও ফরাসি তারকার জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন পিএসজি।
রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় ব্রেস্ত ও পিএসজি। ম্যাচটিতে ৩-২ গোলে জয় পেয়েছে পিএসজি। দলটির হয়ে জোড়া গোল করেন এমবাপ্পে এবং একটি গোল করেন ওয়ারেন জায়ার-এমেরি। আর ব্রেস্তের হয়ে গোল করেন স্টিভ মুনি ও জেরেমি লি ডুয়ারন।
ম্যাচের ১৬ মিনিটে এমেরির গোলে এগিয়ে যায় পিএসজি। আর ২৮ মিনিটে দলের ব্যবধান ২-০ করেন অধিনায়ক এমবাপ্পে। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে মুনি ব্রেস্তের হয়ে একটি গোল শোধ করেন।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণে গতি বাড়ায় ব্রেস্ত। তাতে সমতাসূচক গোলটিও পেয়ে যায় তারা। ম্যাচের ৫২ মিনিটে ব্যবধান ২-২ করেন ডুয়ারন। এভাবেই খেলা এগিয়ে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে এমবাপ্পে পেয়ে যান পেনাল্টির সুযোগ। ফরাসি বিশ্বকাপজয়ী তারকা প্রথমে পেনাল্টি মিস করলেও ফিরতি শটে গোল আদায় করে নেন। তাতে ৩-২ গোলে এগিয়ে যায় পিএসজি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে এমবাপ্পের দল।