ব্যালন ডি’অরের মঞ্চে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জিতেছেন রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের তরুণ মিডফিল্ডার জুড বেলিংহাম।
সোমবার রাতে প্যারিসের শ্যালে থিয়েটারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
গত জুলাইয়ে ১২০ মিলিয়ন ইউরো খরচে তাকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের হয়ে আরো বিধ্বংসী রূপে নিজেকে হাজির করেছেন ২০ বছর বয়সী এ ইংলিশ ফুটবলার।
চলতি মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় ১৩ ম্যাচ খেলে ১৩ গোল করার পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।
আর গত মৌসুমে বরুশিয়ার হয়ে ৪২ ম্যাচে ১৪ গোলের পাশাপাশি ৭টি অ্যাসিস্ট ছিল তার। আর জাতীয় দলের হয়ে গত কাতার বিশ্বকাপে ৫ ম্যাচে ১ গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন এ উদীয়মান তারকা।
বেলিংহামের পারফরম্যান্স ও দক্ষতায় মুগ্ধ হয়ে ফ্রান্স ফুটবলের জুরি বোর্ড ২০২৩ সালের সেরা উদীয়মান বা অনূর্ধ্ব-২১ ফুটবলার হিসেবে তার হাতে কোপা ট্রফি তুলে দিয়েছে।