গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সবচেয়ে বেশি গোল করা নরওয়ের স্ট্রাইকার আর্লিং হলান্ডের হাতে উঠেছে জার্ড মুলার ট্রফি।
সোমবার রাতে প্যারিসের শ্যালে থিয়েটারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে সেরা স্ট্রাইকারের পুরস্কার-গার্ড মুলার ট্রফি তুলে দেয় ফ্রান্স ফুটবল।
বরুশিয়া ডর্টমুন্ড থেকে গত মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে ক্যারিয়ারের সেরা সময় কাটান হলান্ড। চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপের সঙ্গে যেতেন ইউরোপিয়ান সুপার কাপ। প্রিমিয়ার লিগে রেকর্ড ৩৬ গোলের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে করেন ১২ গোল। সব মিলিয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল আসে এ স্ট্রাইকারের পা থেকে।
দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে হলান্ড পেছনে ফেলেছেন লিওনেল মেসি, হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পেকে।