দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে আজ বাংলাদেশের বিপক্ষে নামছে নিউজিল্যান্ড। যেখানে মিচেলকে আউট করে জয়ের আরো কাছে টাইগাররা।
বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের লক্ষ্যে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেটে ১৩২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ নিজেদের দুই ইনিংসে যথাক্রমে ৩১০ ও ৩৩৮ রান সংগ্রহ করেছে। অন্যদিকে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে করেছে ৩১৭ রান।
বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন টম লাথাম। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি কিউইরা। দিনের বাকি সময়ে আসা যাওয়ার মাঝে ছিলেন সবাই।
৭ উইকেটে ১১৩ রান নিয় পঞ্চম দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দিনের শুরুতেই অর্ধশতকের দেখা পান একপ্রান্ত আগলে লড়তে থাকা ড্যারেল মিচেল। তবে কিউইদের শেষ আশা এই ব্যাটারকে ৫৮ রানের বেশি করতে দেননি নাঈম।
তাইজুলের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফিরেছেন মিচেল। এখন জয় থেকে মাত্র ২ উইকেট দূরে বাংলাদেশ।