গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প রুটে ট্রেন চলাচল চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।
তিনি বলেন, ময়মনসিংহের রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঐ অঞ্চলের ট্রেনগুলো বিকল্প রুটে চলাচল করছে। ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।
জানা গেছে, বুধবার ভোর সোয়া ৪টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে মোহনগঞ্জ এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে একজন নিহত ও সাতজন আহত হন। পরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।