ফেনীর সোনাগাজী উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে নোমান নামে এক মাদরাসাছাত্রের পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
বুধবার রাতে সোনাগাজী উপজেলার পশ্চিম চর দরবেশ গ্রামের ইতালি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত নোমান একই গ্রামের প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে পশ্চিম চর দরবেশ গ্রামের ইতালি মার্কেট এলাকায় মাঠে নোমান ও পিয়াসসহ ১৫ থেকে ২০ জন ক্রিকেট খেলে। খেলার সময় তুচ্ছ বিষয় নিয়ে নোমানের সঙ্গে পিয়াসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পিয়াস তার কোমর থেকে একটি ছুরি বের করে নোমানকে আঘাতের চেষ্টা করেন। এ সময় নোমান দৌড়ে বাড়ি চলে যায়। রাতে নোমান বাড়ি থেকে বের হয়ে স্থানীয় ইতালি মার্কেটে যায়। সেখানে ওত পেতে থাকা পিয়াস কয়েকজন সহযোগীকে নিয়ে নোমানের গতিরোধ করে তার পেটে ছুরিকাঘাত করেন। এতে নোমানের পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
নোমানের বড় ভাই আরমান জানান, ছুরিকাঘাতে নোমানের পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ঘটনার পর অভিযুক্ত পিয়াস এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত পিয়াসকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।