ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের জম্মু-কাশ্মীর ও লাদাখ অঞ্চল। সোমবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৮ মিনিটে ঐ অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।
জানা গেছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল লাদাখের কারগিলে এবং এটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। এটি ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প, যা মাঝারি ধরনের। খবর ডব্লিউআইওএনের।
সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু, শ্রীনগর, পুঞ্চ, কিশতওয়ারসহ এই অঞ্চলের বেশকিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, দুইবার কম্পন অনুভব করেছেন তারা। তবে শেষ ধাক্কাটির তীব্রতা প্রথমটির চেয়ে কম ছিল। সেখানকার বাসিন্দারা বাড়ি-ঘর ও অফিস-কার্যালয় থেকে বেরিয়ে আসেন। অনেকে তাদের প্রিয়জনকে ফোন করে ভূমিকম্পের খবর জানান এবং তাদের সুস্থতা সম্পর্কেও খোঁজখবর নেন।
ভূমিকম্প বিষয়ক ন্যাশনাল সিসমোলজি সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।