আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসন্ন আসরটিতে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন তামিম ইকবাল। দলটির নেতৃত্ব ভারও উঠেছে তার কাঁধেই। স্বাভাবিকভাবেই লম্বা সময় পর বাইশ গজে ফিরে দারুণ কিছুই করতে চাইবেন টাইগারদের সাবেক এ দলপতি।
বিশ্বকাপের আগমুহূর্তে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে খেলেছেন তামিম ইকবাল। এরপর থেকে আর মাঠের ক্রিকেটে দেখা যায়নি তাকে। তবে বিপিএল দিয়ে ফের বাইশ গজে ফিরবেন দেশসেরা এ ওপেনার।
আসন্ন বিপিএলকে ঘিরে দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। এ নিয়ে সোমবার একটি ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
ফরচুন বরিশালের ফেসবুক পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশেষ করে যারা বরিশাল থেকে আছেন। খুব বেশি সময় আর বাকি নেই বিপিএলের। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে বসে যে কাজগুলো বাকি আছে, সেগুলো ঠিকঠাক করতে পারি। আমাদের মালিক মিজান ভাই উনি আমাদের অনেক সময়ও দিচ্ছেন। আমাদের যা যা চাহিদা সেটা চেষ্টা করছেন পূরণ করে দেওয়ার।’
বিপিএল চলাকালীন আরো কয়েকটি লিগ চলবে, তবে এতে বরিশালের কোনো ক্ষতি হবে না বলে আশাবাদী তামিম, ‘আসলে এমন কঠিন একটা পরিস্থিতিতে আমরা আছি। আপনারা জানেন যে, বিপিএল এমন সময়ে শুরু হচ্ছে। একই সময়ে আরো পাঁচটা লিগ একইসঙ্গে চলবে। আমাদের যেন খুব বেশি এফেক্টেড হতে না হয়, তারপরও যারা ফরচুন বরিশালের ফ্যানরা আছেন আপনাদেরকে মেনে নিতে হবে। আশা করি আমাদের দলের অতটা ক্ষতি হবে না।’
আসন্ন বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নামবে ফরচুন বরিশাল জানিয়ে তামিম বলেন, ‘ইনশা-আল্লাহ অন্য সবদিক থেকে আমরা প্রস্তুত। আমি মনে করি আমরা একটা ভালো দল তৈরি করেছি, যেটা চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের জন্যও প্রস্তুত থাকবে।’