শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

প্রধানমন্ত্রীর ৭ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন

  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৬ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদে নতুন সরকার গঠনের পর নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে আগেই।

রোববার তাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর রুল ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রী উপদেষ্টাদের এ দায়িত্ব বণ্টন করেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ঐ প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

১. ড. মসিউর রহমান: প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।

২. তৌফিক-ই-ইলাহী চৌধুরী: প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।

৩. ড. গওহর রিজভী: প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।

৪. সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান): প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন (অবৈতনিক)।

৫. ড. কামাল আবদুল নাসের চৌধুরী: প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।

৬. মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক: প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে।

৭. সজীব আহমেদ জয়: প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে (অবৈতনিক)।

গত ১১ জানুয়ারি শপথ নেয় নতুন মন্ত্রিসভা। ঐদিনই ছয় উপদেষ্টাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে কামাল আবদুল নাসের চৌধুরী ছাড়া বাকি পাঁচজনই আগের সরকারে একই উপদেষ্টার দায়িত্বে ছিলেন। ছয়জন উপদেষ্টার মধ্যে কামাল আবদুল নাসের নতুন।

এর মধ্যে সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) ও সজীব আহমেদ জয় ছাড়া বাকি উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সবিধা পাবেন‌।

বেক্সিমকো গ্রুপের কর্ণধার এবং সংসদ সদস্য সালমান ফজলুর রহমান প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা, তিনি মন্ত্রীর পদমর্যাদা নিলেও বেতন-ভাতা নেবেন না। ১৮ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়।

এদিকে, রোববারই প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, সজীব আহমেদ জয়কে আবারও প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com