রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে লাগা আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৫৬ মিনিটের দিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মৃতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ৩৩ জনের মরদেহ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছে ১০ জনের মরদেহ।
এরআগে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ওই ভবনটি সাত তলা। উপরের তলাগুলোতেও রেস্টুরেন্টে এবং তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছিল।