জানুয়ারিতে দেশের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ। তবে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি জানুয়ারি থেকে কিছুটা কমেছে। ফেব্রুয়ারিতে যা ছিল ৯ দশমিক ৬৭ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে, ফেব্রুয়ারি মাসে দেশের মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৭ শতাংশ।
মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৭ শতাংশের অর্থ হলো ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কোনো পণ্যের মূল্য ১০০ টাকা হলে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তা ১০৯ টাকা ৬৭ পয়সায় কিনতে হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এ হালনাগাদ তথ্য জানা গেছে।
ফেব্রুয়ারি মাসে দেশে খাদ্যের গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৬ শতাংশ, যেখানে খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ। কিন্তু শহরের তুলনায় গ্রামের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গ্রামের মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৮ শতাংশ, আর শহরের মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৮ শতাংশ।