ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) সোয়া ৩টায় এ ফল প্রকাশিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষার্থী প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী ক্ষুদে বার্তা (এসএমএস) প্রেরণের মাধ্যমে ফলাফল জানতে পারবে। এছাড়াও সংশ্লিষ্ট ভর্তি ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষেও ফলাফল জানতে পারবে।
এর আগে গত ১৮ মে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলে এই ইউনিটের পরীক্ষা। এ বছর ১ হাজার ৫২০ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১২ হাজার ২১২ জন। সেই হিসেবে আসন প্রতি অংশ নেন প্রায় ৯ জন শিক্ষার্থী।
প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজগুলোর ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটের অধীনে ৬টি কলেজ রয়েছে। এর মধ্যে ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১টি টেক্সটাইল ইনস্টিটিউট। ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে ৩টি সরকারি কলেজ এবং ১টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল রিলেটেড ২টি বেসরকারি কলেজ।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।