ক্রীড়া ডেস্ক,সিটিজেননিউজঃট্রাইবেকারের পঞ্চম শট মোহাম্মদ আসিফ ঠেকানোর সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে উঠে কাঠমুণ্ডুর পুরো গ্যালারি। ভারতের বিপক্ষে প্রথম ও পঞ্চম শট ফিরিয়ে বাংলাদেশকে সাফের অনুর্ধ্ব-২০ আসরের ফাইনালে নিয়ে গেছেন গোলরক্ষক আসিফ।
৯০ মিনিটের খেলা শেষে ১-১ ব্যবধানে সমতায় থাকা ম্যাচ পেনাল্টি শ্যুট আউটে গড়ালে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ৩৫ মিনিটে আসাদুল মোল্লার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ৭৫ মিনিটে গোল করে ম্যাচে সমতা আনে ভারত।
তারপর দুই দলই ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও পারেনি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
রুদ্ধশ্বাস সে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে মারুফুল হকের দল। ফাইনালে বাংলাদেশ খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে।