নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর গুলশান এলাকার একটি ১০ তলা ভবনের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
রোববার (১৪ জুলাই) সকাল সোয়া ৯টায় গুলশান-১ এর ৩ নম্বর রোডের ১/বি নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সদর দফতর কন্ট্রোল রুমের অপারেটর ফরিদ উদ্দিন সিটিজেন নিউজকে বলেন, ‘আগুনের সংবাদ পেয়ে ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টা ৫ মিনিটে আগুন নেভায়।’
তিনি জানান, গ্রাউন্ড ফ্লোরের বৈদ্যুতিক সাব-স্টেশন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণ ও বিস্তারিত প্রতিবেদন তৈরিতে ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছে।