মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

নিউজিল্যান্ডের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদকঃনিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের টেস্ট বোলিং কোচে নিয়োগে পেলেন বাংলাদেশের সাবেক কোচ রঙ্গনা হেরাথ।পরবর্তী তিন টেস্টের দায়িত্বে থাকবেন তিনি।

হেরাথ ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন কোচ ছিলেন। দুই বছর পর বিসিবি তার চুক্তি নবায়ন করার চেষ্টা করে। তবে হেরাত শর্তাবলীতে সম্মত হতে না পারায় আলোচনার অগ্রগতি হয়নি। ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ ছেড়েছেন শ্রীলঙ্কান এ কোচ।

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট খেলতে আসছে কিউইরা। ৯ থেকে ১৩ সেপ্টেম্বরর ভারতের মাটিতে ঐতিহাসিক এই ম্যাচ খেলবে তারা। এরপর এই মাসের মধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে লাল বলে দুই ম্যাচের সিরিজ খেলবে গ্যারি স্টিডের শিষ্যরা। এসব ম্যাচেই নিউজিল্যান্ডের কোচ থাকবেন হেরাথ।

এছাড়া শুধু আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য নিউজিল্যান্ডের সাপোর্ট স্টাফ হিসেবে থাকবেন ভারতের সাবেক ব্যাটার বিক্রম রাথু্র। মূলত, এশিয়ার কন্ডিশন বুঝতেই এই দুইজনকে নিয়োগ করেছে নিউজিল্যান্ড।

এ বিষয়ে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমাদের তিন বাঁহাতি অর্থোডক্স স্পিনার অ্যাজাজ (প্যাটেল), মিচেল (স্যান্টনার) এবং রাচিন (রাবিন্দ্রা) উপমহাদেশে তিনটি টেস্ট জুড়ে রঙ্গনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে অনেক উপকৃত হবে।’

‘রঙ্গনা গালে (শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের স্টেডিয়াম) ১০০টিরও বেশি টেস্ট উইকেট নিয়েছেন। যা শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের দুটি টেস্টের ভেন্যু। সেই ভেন্যু সম্পর্কে তার (হেরাথ) জ্ঞান অমূল্য হবে।

শ্রীলঙ্কা সফর শেষ করে পুনরায় ভারত আসবে নিউজিল্যান্ড দল। অক্টোবরের শেষার্ধে রোহিত শর্মাদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউইরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com