আন্তর্জাতিক ডেস্কঃ নভেম্বর নির্বাচনের আগে সম্ভবত শেষ জার্মানি সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফরে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার মার্কিন প্রেসিডেন্টকে গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মেরিট সম্মানে ভূষিত হয়েছেন। সাধারণত রাষ্ট্রপ্রধানদের এই সম্মানে ভূষিত করে জার্মানি। এটি জার্মানির সর্বোচ্চ সম্মান।
প্রতিবেদনে বলা হয়, আগামী ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তার মাত্র আড়াই সপ্তাহ আগে তিনি জার্মানি সফরে গেলেন।
ইউক্রেন সমস্যা ছাড়াও বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির সামনে এখন সবচেয়ে বড় সমস্যা ৫ নভেম্বরের নির্বাচন।
কারণ- ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনকে সমর্থন দেয়ার ক্ষেত্রে তিনি বাইডেনের পদাঙ্ক অনুসরণ করবেন না। তিনি দেশটিতে খুব বেশি সহায়তা দিতে অনিচ্ছুক। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রই ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক। ট্রাম্প নির্বাচিত হলে কিয়েভ বড় সামরিক ও আর্থিক সমর্থন থেকে বঞ্চিত হতে পারে।