হুমায়ুন কবির: রাজধানীর দক্ষিণ খান ফায়দাবাদ গণ কবরস্থান রোডে দি চাইল্ড ল্যাবরেটরী স্কুলে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প এর আয়োজন করেছে গাক চক্ষু হাসপাতাল।
২৮ অক্টোবর সোমবার সকাল ১০ টা থেকে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু হয়। ক্যাম্পের উদ্বোধন করেন দি চাইল্ড ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ জিএম শরীফ।
চক্ষু ডাক্তার আশরাফুল সজীব এর তত্ত্বাবধানে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে কয়েকশো রোগী বিনামূল্যে তাদের চোখের নানান সমস্যা ও চিকিৎসা পত্র পেয়েছেন। এসময় স্বল্পমূল্যে ঔষধ ও চশমা দেওয়া হয়। রোগীরা ফ্রী প্রেসক্রিপশন, ফ্রি চোখের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ছানি রোগী বাছাই এবং মাত্র ২৬৫০ টাকায় অপারেশনের ব্যবস্থা করছে গাক চক্ষু হাসপাতাল। অত্যাধুনিক যন্ত্রপাতি অভিজ্ঞ ডাক্তার ও প্যারামেডিক দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। চক্ষু চিকিৎসা ক্যাম্পের কো-অর্ডিনেটর হিসেবে আব্দুল হাকিম এবং পরীক্ষা – নিরীক্ষায় মনির হোসেন দায়িত্ব পালন করেন। ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প এর বিষয়ে এলাকায় প্রচার করায় সকাল ১০টা থেকে রোগীর ভিড় দেখা যায়।