ক্রীড়া ডেস্কঃ তুমুল বিতর্ককে সঙ্গী করে ব্যালন ডি’অর ২০২৪ সালের পুরস্কার হাতে তুলেছেন রদ্রি। পুরো মৌসুমজুড়ে অসাধারণ পারফরম্যান্স দিয়েই শর্টলিস্টে থাকা ২৯ তারকা ফুটবলারকে পিছনে ফেলে ৬৪ বছর পর স্পেনের কোনো পুরুষ ফুটবলার হিসেবে তিনি ব্যালন জিতেছেন। কিন্তু সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জিতেছে কিন্তু আর্জেন্টিনাই।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ব্যালন ডি’অর মানেই লিওনেল মেসি। ‘ভিনগ্রহের ফুটবলার’ খ্যাত এই সুপারস্টার একাই ৮টি ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন। তিনি ছাড়া আর কোনো আর্জেন্টাইন ব্যালন ডি’অর পুরস্কার জিততে পারেননি। এছাড়া ৭টি করে ব্যালন ডি’অর আছে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং পর্তুগালের।
মেসির চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো একাই জিতেছেন ৫টি ব্যালন ডি’অর। ইতালি, ব্রাজিল ও ইংল্যান্ড ব্যালন ডি’অর জিতেছে পাঁচবার করে। ব্রাজিলের ৪ ফুটবলার পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন। ২০০৭ সালে শেষবার ব্রাজিলের হয়ে এই পুরস্কার জিতেছিলেন ওই সময় এসি মিলানে খেলা কাকা।
ক্লাবের হিসেবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ একই কাতারে আছে। স্প্যানিশ লিগের শীর্ষ দুই দল ১২টি করে ব্যালন ডি’অর জিতেছে। রিয়ালের ১২টি ব্যালন ডি’অর জিতেছেন ৮ জন ফুটবলার। আর বার্সার ১২টি ব্যালন ডি’অর জিতেছেন ৬ ফুটবলার। এছাড়া জুভেন্তাস ও এসি মিলান জিতেছে ৮বার করে।
উল্লেখ্য, ব্যালন ডি’অরের পুরস্কার আগে দেয়া হতো শুধু ইউরোপিয়ানদের মধ্যে। তবে ১৯৯৫ সালে এই নিয়মে পরিবর্তন আনা হয়। সেই বছর থেকেই যোগ্যতার বিচারে যে এগিয়ে তাকেই ব্যালন ডি’অর পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়। ইউরোপিয়ানদের বাইরে সর্বপ্রথম ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন লিবিয়ার কিংবদন্তী ফুটবলার জর্জ ওয়েহ।