বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ সাত মাস পর ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। যদিও সাম্প্রতিক সময়ে বাকি দুই ফরম্যাটে তাদের পারফরম্যান্স ভালো ছিল না। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতেছে আফগানিস্তান। ফলে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। প্রথম ম্যাচে টস হেরে বাংলাদেশ আগে ফিল্ডিং করবে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় খেলা শুরু হয়। সিরিজের সবগুলো ম্যাচই হবে এই ভেন্যুতেই।

বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, চলতি বছরের মার্চে । এদিকে চোটের কারণে সর্বশেষ ওয়ানডে দলে থাকা তানজিম হাসান সাকিব নেই। অসুস্থতার কারণে নেই লিটন দাসও। ফলে সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম। এ ছাড়া মাত্র একটি ওয়ানডে খেলা জাকির হাসানও ফিরেছেন একাদশে। তিন পেসার নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ, সঙ্গে আছেন লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

আরব আমিরাতের শারজাহ স্টেডিয়াম আফগানিস্তানের হোম ভেন্যুই বলা চলে। নিজেদের শক্তি প্রদর্শনের হুমকি আগেই দিয়ে রেখেছে তারা। অন্যদিকে চ্যালেঞ্জ নিতে প্রস্তুতির কথাও জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আফগানদের বিপক্ষে সর্বশেষ তিন ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। যার দুটিতেই দেশের বাইরে।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহয়দ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com