বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

তজুমদ্দিনে জুলাই-আগষ্টে নিহত ও আহতদের স্মরণে স্মরণসভা

  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১ বার পঠিত

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদগণের স্মরণে “স্মরণসভা” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আব্দুর রব, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাও. আব্দুর রাজ্জাক, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্যাহ আল নোমান, উপজেলা যুবদলের আহবায়ক হাসান সাফা পিন্টু, প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক ও দৈনিক নয়া দিগন্তের তজুমদ্দিন উপজেলা সংবাদদাতা হেলাল উদ্দিন লিটন, যুগ্ম-আহবায়ক ছাইদুল হক মুরাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিধূ ভূষন রায়, ছাত্র অধিকার পরিষদের ভোলা জেলা সহ-সভাপতি হাসনাঈন তানভীর, জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে খুনিদের গুলিতে তজুমদ্দিনের একমাত্র শহীদ মনিরের স্ত্রী রোজিনা বেগম, তার পিতা মোঃ আব্দুল মন্নান, ইসলামিক ফাউন্ডেশনের তজুমদ্দিন উপজেলা কো-অডিনেটর নুরুল ইসলাম, ঢাকা গুলিবিদ্ধ ছাত্র আশ্রাফুল ইসলাম নিশাদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শুধু বাংলাদেশে নয় পুরো এশিয়া মহাদেশে বৃহত্তর গণঅভ্যুত্থান। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের মাধ্যমে দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। দ্বিতীয়বার স্বাধীনতার মূল কারিগর আহত ও নিহতদের জাতে জাতি ভূলে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, কৃষি কর্মকর্তা নাজমুল হুদা সহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com