উত্তরা সংবাদ দাতাঃ নেত্রকোনা জেলা বিএনপি’র সদস্য সচিব, জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
জানা যায়, তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হয়েছেন।ওনার নির্বাচনী এলাকার স্থানীয় হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের লোকজন ওনাকে শুক্রবার দ্রুত ঢাকা নিয়ে আসে। ঢাকা এনে তাকে উত্তরা ক্রিসেন্টে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তি হওয়ার পর ধীরে ধীরে ওনার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে।
সরেজমিনে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলাপ করে জানা যায় ওনার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো।
জানা যায়, রফিকুল ইসলাম হিলালী নেত্রকোনা -০৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের তিন বারের বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত
হিলালীকে দেখতে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে দেখতে যান লাকসাম থানা এলাকার বিএনপি নেতা সায়মন খান। তিনি শনিবার রাত ৮ টায় এক গুচ্ছ ধব ধবে সাদা গোলাপ ফুলের ঝুড়ি নিয়ে প্রিয় নেতাকে দেখতে যান। জানা যায়, সায়মনের পিতাও লাকসাম থানার ত্যগী বিএনপি নেতা হিসেবে পরিচিত মুখ ছিলো। এ সময় সাদা মনের বিএনপির এই ত্যাগী নেতা রফিকুল ইসলাম হেলালি নিজেকে আগের চেয়ে ও সুস্থ আছেন বলে জানান।