উত্তরা সংবাদ দাতা : ভারতের উত্তর আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার দুপুরে ছাত্র জনতা মিলে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন।
এ সময় তারা নবাব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল করতে করতে উত্তরা মুগ্ধ মঞ্চে এসে জমায়েত হয়। এ সময় মোঃ মনজুর হোসেন, ওমর ফারুক অমি , মির্জা কলি রবিন, সোহাগ বলেন,ভারতের এমন আচরণ দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত ও বাংলাদেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়ন সৃষ্টি করতে পারে। তারা আরো বলেন, ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের সংগঠনের সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তা ছিলো পূর্ব-পরিকল্পিত। তারা আরো বলেন, নেককারজনক এ ঘটনার সাথে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা জড়িত।
তারা বলেন,আমরা আশা করবো,নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন। পাশাপাশি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে সকল নেতারা পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছেন তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে বিচার কাজে সহায়তা করবেন।