উত্তরা সংবাদ দাতা : আগামী ১৩ই ডিসেম্বর ২০২৪-২৫ ঢাকা রয়েল ক্লাব লিঃএর নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে আবারও প্রার্থী হয়েছেন সাদা মনের একজন নিরহংকারী মানুষ ও সফল ব্যবসায়ী জহির রায়হান।
ঢাকা রয়েল ক্লাব লিঃএটি বর্তমানে উত্তরা ১৩নং সেক্টরে অবস্থিত। জানা যায়, এদের প্রায় ৬০০ জন ভোটার সদস্য রয়েছে।
সদা হাস্যোজ্জ্বল বিনয়ী সাদা মনের এই মানুষটির যোগ্য নেতৃত্বে ঢাকা রয়েল ক্লাবের ভাব মূর্তি দিনে দিনে উজ্জ্বল হয়ে উঠেছে।
এবিষয়ে ঢাকা রয়েল ক্লাবের কার্য নির্বাহী পরিষদের কয়েক জন প্রভাবশালী পরিচালক বলেন,আমরা জহির রায়হানের সাথে দীর্ঘদিন এক সাথে কাজ করেছি।
আমাদের দেখা ও জানা মতে তিনি সৎ এবং বিচক্ষণ একজন ব্যক্তি।
তিনি সব সময় রয়েল ক্লাবের ভালো কিছু চেয়েছেন। আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তার সাথে কাজ করার সুবাদে বিষয় গুলো দেখার এবং জানার সুযোগ হয়েছে।
জানা যায়, আগামী ১৩ই ডিসেম্বর শুক্রবার ঢাকা রয়েল ক্লাব লিমিটেড ২০২৪-২০২৫ এ আসন্ন নির্বাচনে সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হবে। এবারের নির্বাচনে ও সাবেক সফল সভাপতি জহির রায়হান একজন জনপ্রিয় প্রেসিডেন্ট পদপ্রার্থী।
ক্লাব সদস্য সুত্রে জানা যায়, তিনি তার পূর্ববর্তী সকল কর্মকাণ্ডে সততার স্বাক্ষর রেখেছেন, এ কাজের পুরুস্কার হিসেবে চলতি নির্বাচনে তার বিজয় সুনিশ্চিত।
তারা আরো বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে নানাবিদ সমস্যার সম্মুখীন হওয়ার কারণে সরকারিভাবে দাপ্তরিক কাজে জটিলতা দেখা দেয়,সে সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের স্বপ্নের নতুন বিল্ডিং ভবনের কাজটি বিলম্বিত হয়েছে।
বর্তমানে সকল বাধা অতিক্রম করে পুনরায় কাজ শুরু হয়েছে। আমরা আশা করি জহির রায়হানের হাত দিয়ে সকলের সহযোগিতায় বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন হবে।
এ সময় কয়েক জন সিনিয়র সদস্য সাধারণ সদস্যদের উদ্দেশ্য করে বলেন,আসুন আমরা সবাই মিলে নিরহংকারী সদালাপী সফল ব্যবসায়ী জহির রায়হানকে একযোগে আমাদের মূল্যবান ভোট দিয়ে সভাপতি পদে আবারও নির্বাচিত করি।
তারা আরো বলেন, রয়াল ক্লাবের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করা এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের প্রিয় জহির রায়হানের বিকল্প নেই। তাকে সভাপতি নির্বাচিত করে ক্লাবকে এগিয়ে নেওয়া আমাদের সকলের দায়িত্ব।