উত্তরা সংবাদ দাতাঃ একাধারে টানা তৃতীয় বারের মতো ঢাকা রয়েল ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন জহির রায়হান। ১৩ই ডিসেম্বর শুক্রবার ঢাকা রয়েল ক্লাব লিঃএর ২০২৪-২৫ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এবার নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রতিষ্ঠাতা সভাপতি এম মোবারক হোসেন তুষার ও জহির রায়হান। তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক এ নির্বাচনে ৩০৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাদা মনের নিরহংকারী সফল ব্যবসায়ী জহির রায়হান। অপর দিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোবারক হোসেন পেয়েছে ১২৪ ভোট।
ঢাকা রয়েল ক্লাব লিঃ এটি বর্তমানে উত্তরা ১৩নং সেক্টরে অবস্থিত। জানা যায়, এ ক্লাবে নারী পুরুষ মিলে রয়েছে ৫৯০ জন ভোটার সদস্য। বিকাল ৩ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলে। এ নির্বাচনের সমন্নয়ক হিসেবে কাজ করেছেন আজমল হুদা মিঠু।
সদা হাস্যোজ্জ্বল বিনয়ী সাদা মনের এই মানুষটির যোগ্যতা আবারও প্রমানিত হলো তিনি এক জন যোগ্য সংগঠন। এসময় উপস্থিত ভোটারগণ বলেন, তারা আশা করছেন জহির রায়হানের নেতৃত্বে ঢাকা রয়েল ক্লাবের ভাব মূর্তি আরো উজ্জ্বল হবে।
এবিষয়ে ঢাকা রয়েল ক্লাবের সাবেক কার্য নির্বাহী পরিষদের কয়েক জন প্রভাবশালী পরিচালক বলেন,আমরা জহির রায়হানের সাথে দীর্ঘদিন এক সাথে কাজ করেছি। তিনি এক জন ভালো মানুষ। ভোটারা এবার ও যোগ্য নেতা বেঁচে নিয়েছে।
১৩ই ডিসেম্বর শুক্রবার ঢাকা রয়েল ক্লাব লিমিটেড ২০২৪-২০২৫ নির্বাচন বিকাল ৩ টা থেকে ভোট গ্রহন শুরু হয়। সরেজমিনে দেখা যায়, শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
ক্লাব সদস্য সুত্রে জানা যায়,জহির রায়হান অতীত কর্মকাণ্ডে সততার স্বাক্ষর রেখেছেন, এ কাজের পুরুস্কার হিসেবে তিনি এবারও বিজয়ী হয়েছেন।
এ সময় কয়েক জন সিনিয়র সদস্য বলেন, নিরহংকারী সদালাপী সফল ব্যবসায়ী জহির রায়হান সভাপতি হওয়ায় তারা খুশি।
এ সময় বিজয়ী সভাপতি জহির রায়হান বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করেছেন আমি সকলের কাছে কৃতজ্ঞ। এ বিজয় আমি রয়েল ক্লাবকে উৎসর্গ করলাম। এ ক্লাবকে এগিয়ে নিতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমি আপনাদের সকলকে নিয়ে কাজ করতে চাই। আপনারা পাশে থাকলে আমি আমার ওয়াদা পালন করবো ইনশাআল্লাহ।
ইসি সদস্যদের মধ্যে মোঃ শাহিনুর রহমান সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।অন্যান্য ইসি সদস্যরা হলেন আজিজুল হক মন্টু,কে এম এম এনামুল হোসেন টিটু,এস এম আলম, আবু ফয়সাল মোঃ তোহা, এম আর প্রিন্স, জাকির আহমেদ শিমু, মোঃ নজরুল ইসলাম, কায়সার হোসেন কাজল ও মেঃ রাফিউল ইসলাম।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রয়েল ক্লাবের সিনিয়র সদস্য প্রফেসর মোহাম্মদ তাইজুল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তফা রেজাউল করিম হেনা, কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কে এম এনায়েতুল করিম হেলাল, ইঞ্জিনিয়ার আবুল হাসান, ইঞ্জিনিয়ার আবুল হাসনাত,মোহাম্মদ লুৎফুর রহমান, মোঃ কামাল হোসেন, মিজানুর রহমান,মোঃ আব্বাস উদ্দিন ও মোঃ আইনুল কবির।