উত্তরা সংবাদ দাতা: আজ ১৩ ই ডিসেম্বর ২০২৪ জুমার নামাজের পরে আনুমানিক দুপুর ১:৪৫ মিনিটে উত্তরা ১৩ নাম্বার সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির অফিসের সামনে থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিশাল এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
দেশ প্রশ্নে সবাই একতাবদ্ধ হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে উক্ত শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। ছাত্র জনতার পাশাপাশি সমাজের বিশিষ্টজনরা দলমত নির্বিশেষে অংশ নিয়ে তাদের সংহতি প্রকাশ করে। কল্যাণ সমিতির ক্রীড়া ও বিনোদন সম্পাদক জনাব দুলাল উদ্দিন তাঁর বক্তব্যে ভারতের জঙ্গি আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি ভারতকে হুশিয়ার করে দিয়ে বলেন বাংলাদেশের মানুষ মাতৃভূমি প্রশ্নে একমত। কোনো ষড়যন্ত্রই কাজে আসবেনা।
শোভাযাত্রায় অংশ নিয়ে বাংলাদেশ ফ্রেন্ডস এসোসিয়েশনের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাফিজ মাহবুব ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তার প্রতিবাদী বক্তব্য উপস্থাপন করেন। তিনি ভারত কতৃক আমাদের সাথে যেসকল বৈষম্য হয়েছে তা উপস্থিত জনতাকে অবহিত করেন। তিনি তার বক্তব্যে ভারতের সাথে করা সকল অসম চুক্তি প্রত্যাহারের আহ্বান জানান এবং সেজন্য প্রফেসর ইউনুসের দৃষ্টি আকর্ষণ করেন।
শোভাযাত্রার শুরুতে আরো বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি জনাব শহীদ উল্লাহ। তিনি ভারতের সকল অন্যায়, অত্যাচারের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন। জনাব শহিদ ভারতের পন্য বর্জনের আহবান জানান।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। যিনি আগ্রাসন বিরোধী আন্দোলনের আহবায়ক এবং প্রধান সমন্বয়ক। জনাব আনোয়ার তাঁর বক্তব্যে ভারতের বিমাতৃসুলভ আচরণ এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র সমালোচনা করেন। তিনি আরো বলেন আন্তর্জাতিক ভিয়েনা চুক্তি লঙ্ঘন করে ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলা করে তারা প্রমান করেছে তারা আসলেই একটি সন্ত্রাসী ও জঙি রাষ্ট্র। তিনি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে চলা সকল গুম, খুনের, আয়নাঘরের কথা উপস্থিত জনতাকে স্মরণ করিয়ে দেন। ভারতের প্রকাশ্য মদদে সরকারি একজন আইনজীবীকে জঙ্গি সংগঠন ইস্কন দিনে দুপুরে কুপিয়ে হত্যা করলেও ভারত উল্টো সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ এনেছে তাকে তথ্য সন্ত্রাস হিসেবে অভিহিত করেছেন।
জনাব আনোয়ার হোসেন আরো বলেন, হেলসিংকি নীতিমালাকে বৃদ্ধাঙুলি দেখিয়ে ভারত বাংলাদেশের নদীর উপর বাঁধ নির্মান করে আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করেছে এবং বর্ষা মৌসুমে পানি ছেড়ে আমাদের দেশে কৃত্রিম বন্যা সৃষ্টি করে মানুষ এবং ফসলের ক্ষতি সাধন করে চলেছে। জনাব আনোয়ার অভিযোগ করে বলেন ভারত তার কর্মকান্ডে প্রমান করেছে যে তারা আমাদের বন্ধু নয় বরং শত্রু।
বিভিন্ন সড়ক প্রদক্শিন করে মিছিলটি আবার ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়েছে।
Yes